Tuesday, September 27, 2011

Poetry 9 of series 1

৯.
আমরা কি রান্নাঘরটি দেখতে চাই না
হ্যা আমরা  অবস্চয় চাই 
দূর থাকে দুরপাল্লার বসে গদি গদি করে আসা মানুষেরা উত্তর দেয়
একটাকার বিনিময়ে তাদের সেই সৌভাগ্য প্রদান করা হলে
তারা দেখে তিন তালা প্রকান্ড ঘরে কয়েক সাত লোক
ও বারোসো হাঁড়িতে প্রভুর জন্য শোরসপচারে রান্না হচ্ছে 
আমরা কি অন্ন ভোগ খাতে চাই না 
না আমরা চাই 
দূর থাকে দূর পাল্লার বসে গাদা গদি করে আসা মানুষেরা ততটা প্রত্যয় পাই না
যত টাকার বিনিময়ে তাদের সেই সৌভাগ্য প্রদান করা হবে প্রভু তাদের আদৌ ততটা সৌভাগ্য দেন নি 
 তাই তারা সুধু রান্না ঘরটি দেখে - বাইরের ঘুল ঘুলি থাকে রান্নার উনিক পদ্ধতি দেখে
রান্না ঘর থেকে হায়দ্দ্রেনে বয়ে আসা ভাতের ফ্যান ও ডালের স্রোত দেখে 
দেখে শুকনো থট চাটে আর যাবার আগে প্রভুর নামে জয়ধনী দেয়.  
  

No comments:

Post a Comment