Wednesday, November 23, 2011

Poetry 10 of Series 1

#
১০.


শেষ যেদিন তোমাকে নিয়ে বেড়াতে যাবো প্রীয়তমা 
তোমাকে কিনে দেব ওয়াইন কালারে ছাপানো কটকি আকাশটাই 
উপহারের জন্য নিয়ে নেও ধোওয়া ধোওয়া ভেসে আসা নীল সাগর 
তারপর?
দুজনে গিয়ে বসবো কটকি আকাশ ও নীল সাগরের সঙ্গমস্থলে
হাঠতই তোমার সারা শরীরের রক্ত এসে জমা হবে গালে কানে সারা মুখে 
বড়ই চেনা শোনা একান্ত আপন রাতগুলির উত্তেজনায় বন্ধ হয়ে যাবে আমার হৃথপিন্দ্ড
তারপর?
দুইজনে জন্মকালীন পোশাকে সুধু ফেনাময় বিছানায় শুএযাবো
ধীরে ধীরে তোমার ও আমার শরীরে আগুন ধরিয়ে দেবে দুপেগ ওয়াইন
স্বর্গদ্বারে সেই আরামের ঘুম ও আমার প্রীয়তমাগো দেখো যেন না ভাঙে l

No comments:

Post a Comment