#
১১.
লেগুণ লেগুণ তুমি কার, রতনাকর রক্তের সম্পর্কে
চত্ব একফালি সবুজ ধ্যানমগ্ন ডুবে থেকে নীলের ভিতর
টাকার মূল্য খুবই কম ডলারের কাছে
বহুজাতিক উত্সবময়তা কুঁড়ে কুঁড়ে খায় কৌম ধারণা
বেচারা লেগুণ, বহুজাতিক-আন্তর্জাতিক রাহুর দৃষ্টিতে ক্ষয়ে যেতে থাকে
বদলে যেতে থাকে তার রাসায়নিক চরিত্র, নীল রক্ত সবুজ হয়ে যায়
কৌম তখন দূরে দাঁড়িয়ে ঠোঁট কামরায় আর প্রতিক্ষা করে
একসময় বিস্ফোরণে প্রভুদের ঘুম ভাঙে
অমৃত পানের পরই রাহুর মাথা কাটা হয়
কৌম ফিরে পায় তার যুগ-যুগের অর্জিত জ্ঞানের অধিকার
লেগুণ লেগুণ তুমি কার, রতনাকর রক্তের সম্পর্কে ll
No comments:
Post a Comment