Sunday, November 27, 2011

Poetry 13 of Series 1

#
১৩. 


কবি সমালোচকের আলোয় বা আলোহীন জ্যোতিষ্ক সবগুণাতীত পুরুষের জটা ধরে বিশিষ্টতা পায় 
সারা বছর সেই জ্যোতিষ্কের ষোলোকলার অন্তত একটিকে ধরে রেখে বিশিষ্ট চন্দ্রভাগা
তবু রয়ে গেছে তার প্রশান্ত স্নিগ্ধ বুক উন্মুক্ত করে
নিন্দুকে বলে নষ্ট সে, তবু রসিক জনেরা জানে তার কথা
পাগল ব্যক্তি বিশেষ শেষপযর্ন্ত তার প্রেমে মজে ডোবে চোরাবালিতে
রাত্রিশেষে সাইন বোর্ডে লেখা হয় বিধিবদ্ধ সতর্কীকরণ - এখানে স্নান করা নিষেধ ll

No comments:

Post a Comment