Wednesday, December 7, 2011

Poetry 14 of Series 1

#
১৪. 


নীরিশ্বরবাদ বড়ই জটিল 
মাথাভাঙ্গা অলংকৃত মন্দির, বিগ্রহ বিহীণ সিল করে দেওয়া গর্ভগৃহ
বা সম্পূর্ণ ভেঙে যাওয়া মূল মন্দিরও একই কথা বলে
সুধু অনুপম পুরাকৃতির অবশিষ্টটুকুই কি নিয়ে আসে এই ঝড়
ভাঙা মূর্তি বা রথচক্র সূর্য দেবের আজও  অমলিন 
মিথুনরত ভাস্কর্য খোদাই করা দেয়ালে খুজলে পাওয়া যায় শৈসব-কৈশোর-যৌবন
স্বভাব অনুযায়ী অতীতকে ভুলে থাকার চেষ্টা করাই যায় 
তবু পাঁচহাজার বছরের ভাঙাচোরা স্থাপত্য তো বিগ্রহই
নতজানু হয়ে বসি তার সামনে আর অবাক বিস্ময়ে দেখি
আমাদের ঐতিয্য ও তার ভবিষ্যত ll

No comments:

Post a Comment