#
২.
তুমি মৌন মৌচাক! আকৃষ্ট আমি মৌমাছি
হঠাত বিকেলটা দেয়ালে পিঠ দিয়ে সার্কাসের বিজ্ঞাপনের মতো
হওয়া এসে উড়িয়ে দিল ছোট্ট ছোট্ট চুল
অসহায় গলায় বলি - এ কি রকমের ইয়ার্কি ?
তুমি বললে - এই খেলাটা ফুরোলে আমাকে নতুন খেলা সেখাবে l
তরুণ নই, বালক নই, ভালবাসাও জানি না -
আমাকে তুমি শিখিয়েছিলে সর্বনাশা খেলা
সুন্দরের নখের মধ্যে ছুরি, ধারালো দাঁত -
লুকিয়েছিল, বুঝিনি আমি প্রেম না ভালোবাসা
জেনেছি শুধু উষনতার শীতল পরিণতি
শয্যাসুখে কেটেছিল দুপুর, তবুও কেন জানি না
বিষন্ন কিছু শব্দে, আজও কানে বাজে তোমার নুপুর ll
২.
তুমি মৌন মৌচাক! আকৃষ্ট আমি মৌমাছি
হঠাত বিকেলটা দেয়ালে পিঠ দিয়ে সার্কাসের বিজ্ঞাপনের মতো
হওয়া এসে উড়িয়ে দিল ছোট্ট ছোট্ট চুল
অসহায় গলায় বলি - এ কি রকমের ইয়ার্কি ?
তুমি বললে - এই খেলাটা ফুরোলে আমাকে নতুন খেলা সেখাবে l
তরুণ নই, বালক নই, ভালবাসাও জানি না -
আমাকে তুমি শিখিয়েছিলে সর্বনাশা খেলা
সুন্দরের নখের মধ্যে ছুরি, ধারালো দাঁত -
লুকিয়েছিল, বুঝিনি আমি প্রেম না ভালোবাসা
জেনেছি শুধু উষনতার শীতল পরিণতি
শয্যাসুখে কেটেছিল দুপুর, তবুও কেন জানি না
বিষন্ন কিছু শব্দে, আজও কানে বাজে তোমার নুপুর ll
No comments:
Post a Comment