Saturday, January 28, 2012

Poetry 11

#


সূর্যকে পাওয়ার আশাতেই নতুন করে ফুটে ওঠে সূর্যমুখী 
তার তন্ময়তার সুযোগে মধু চুরি করে নীল পোকারা 
পরাগমিলন ঘটার পর যদি সে মরে যায়, বেঁচে যায়
তা না হলে তার বীজ পিষে নিংড়ে নেওয়া হয় তেল
এমনি নিয়ম, পোকার এঅথো সূর্যমুখী নষ্ট হয়ে যায় 
সূর্যও জানে সেই কথা, আরো জানে সূর্যমুখী কোনো ফুল নয় -
অজস্র ফুল, সূর্য চেয়েছিল বলে, একাকী সূর্যমুখী হয়ে যায় ll 

No comments:

Post a Comment