"আমাকে আমার মতো মনে করতে পারাটাও একপ্রকার অর্ধসত্য - যার জন্যে কোনো যুক্তিগ্রায্য শৃঙ্খলা নেই বলে অনেকের মতো আমিও বিশ্বাস করেছি; সুতরাং ব্যক্তিগত জীবন দর্শন অপেক্ষা শিল্প-সচেতন প্রকাশ ভঙ্গিটিই এখন সভ্যতার নিয়ন্ত্রণশক্তি - যাকে পরিচালনা করে মন এবং মেধা এবং যার মধ্যে একটি আশারন্জক পটভূমিও বর্তমান"
Monday, January 2, 2012
Poetry 6 of Series 2
#
৬.
তবু যদি ভরসা দাও আমার দু'হাতের শ্রম, দু'চোখের আলো, দু'ঠোঁটের কথা আমার বুকে তিল-তিল করে গড়ে ওঠা যে নিখাদ ভালবাসা তোমাকেই উজার করে দিতে চেয়েছি বার বারে একটি মুহুর্তে যার উন্মেষ, একটি আকাঙ্ক্ষায় যার পূর্ণতা একটি জীবনকে ঘিরেই যা নিঃশেষ তার দায়িত্ব কি তোমারও নয় ll
No comments:
Post a Comment