#
৮.
বুকের ওপর নরম হাত - কী গরম!
আমাদের সকলেই জানে সেই কথা
মৃত্যুর আলিঙ্গনে ছায়া-ছায়া সঙ্গম যতটা জীবন্ত
নতুন ঠোঁটের স্পর্শ ও পুরনো রেকর্ডের গানও ততোটাই দামী
তাই মরতে থাকি বার-বার যখন বুকটা উস্কে দিয়ে চলে যাও
বা হঠাতই কোনদিন আকাশে উড়িয়ে দাও লিপস্টিক রঙের মেঘ
আমি এতদূর মরে গেছি -
বুকের ভিতর শুকনো পাতা আমার হৃথপিন্ড ll
৮.
বুকের ওপর নরম হাত - কী গরম!
আমাদের সকলেই জানে সেই কথা
মৃত্যুর আলিঙ্গনে ছায়া-ছায়া সঙ্গম যতটা জীবন্ত
নতুন ঠোঁটের স্পর্শ ও পুরনো রেকর্ডের গানও ততোটাই দামী
তাই মরতে থাকি বার-বার যখন বুকটা উস্কে দিয়ে চলে যাও
বা হঠাতই কোনদিন আকাশে উড়িয়ে দাও লিপস্টিক রঙের মেঘ
আমি এতদূর মরে গেছি -
বুকের ভিতর শুকনো পাতা আমার হৃথপিন্ড ll
No comments:
Post a Comment