Sunday, January 8, 2012

Poetry 7 of Series 2

#

৭.


ওজনের দাঁড়িপাল্লায় কে আমাকে ঠকিয়েছে 
পরীক্ষার খাতার নম্বরে কে আমাকে ঠকিয়েছে
এসব ভেবে যে লাভ নেই সেটাও ঠকেই শিখেছি
জেনেছি কিশোর-কালের স্মৃতি ধীরে ধীরে উবে যাওয়া কর্পূর
কিন্তু, ভালবাসা বুকের গোপন ব্যাধি
রুমালের ভাঁজে যত্নে তুলে রাখা লিপস্টিক 
ঠোঁটের ভাজে ভাজে কাটতে থাকা ঘুন পোঁকা একটু একটু
ওহ! কী ভয়ানক সেই চুমু - শরীর তুষের মতো জ্বলে
আসল বাদে উপরির হাত ধরে ভাঙছি মিথ্যার চলচিত্র ll 

No comments:

Post a Comment