Sunday, January 1, 2012

Poetry 5 of Series 2

#

৫.

সোজা হয়ে হাঁটতে ভুলে গিয়ে মাথা নুয়ে রাস্তায় চলো
আন্দাজে বুঝি এটাও তোমার নতুন ফ্যাসন
যদিও কেমন তা বুঝি না,
যেমন বুঝি না তোমার চুলের ফুল ও কাঁটা
চিবিয়ে খেলে যে মাছের মাথা
যদি গলায় ভোকে তারই কাঁটা
বাঙালি নারী নাকি লজ্জাবতী লতা
তবুও মনে হয় নারীর ধ্রুপদী লজ্জা নারীকেই  গ্রুমিং করে
নক্ষত্র, আমার হৃদয় জুড়ে তোমারি দয়ার পরাকাষ্ঠা
যা কিছু রয়েছে আমার সঙ্গতি তোমাকেই দিতে চাই
কিন্তু জানি অসম্ভব নক্ষত্র -
তোমার আরতি কি করে পূর্ণ হবে!
আরতিতে উষ্ণতা আসে খরচের অনুপাতে
আর আজকে আমি নিঃস্ব
ভুল করেছি আমি শুনে মরুভূমিতে জলপ্রপাতের শব্দ ll  

No comments:

Post a Comment