Saturday, January 28, 2012

Poetry 11

#


সূর্যকে পাওয়ার আশাতেই নতুন করে ফুটে ওঠে সূর্যমুখী 
তার তন্ময়তার সুযোগে মধু চুরি করে নীল পোকারা 
পরাগমিলন ঘটার পর যদি সে মরে যায়, বেঁচে যায়
তা না হলে তার বীজ পিষে নিংড়ে নেওয়া হয় তেল
এমনি নিয়ম, পোকার এঅথো সূর্যমুখী নষ্ট হয়ে যায় 
সূর্যও জানে সেই কথা, আরো জানে সূর্যমুখী কোনো ফুল নয় -
অজস্র ফুল, সূর্য চেয়েছিল বলে, একাকী সূর্যমুখী হয়ে যায় ll 

Thursday, January 19, 2012

Poetry 10 of Series 2

১০.
#

হয়ত কোনদিন তুমি দিগ্ভ্রস্ত-বিভ্রান্ত-অবসন্ন শরীরে
মাদ্ধির নেশায় মোহন বাঁশির সুরে মুগ্ধ চাঁদের জোত্স্নায়
আপাত সুন্দর কোনো কোনো বিশের খেলায় ডুবে যাবে
এইভাবে একদিন সব সুর থেমে গেলে শুনব প্রিয়তমার পদশব্দ
এইভাবে চোখের জল সব শুকিয়ে গেলে দেখব প্রিয়মুখ নক্ষত্র
দাবি আজও রয়ে গেছে কাছে এস কাছে, আরো কাছে
যা আমি হারিয়ে ফেলেছি তা বিস্ময় আর বিশ্বাসের কবিতা
দুঃসহ প্রেম যে রক্তে প্রবাহিত সম্মৃদ্ধি প্রধান নয়, বিশিষ্ট সৌন্দর্য
অর্জিত রূপ ও তার ভিন্নতার কাছে লুটিয়ে পড়েছি বারে বার
শরীর ও ভালোবাসা আজ এই দুঃস্বপ্নের ভিতর একাকার
বুঝতে পারি অন্ধকার কত তীব্র-মত্ত-মগ্ন
সেই এলোচুল, সেই নীরব চোখের পাতার হাহাকার, চুম্বন
নক্ষত্রের নীচে নত হয়ে বসি, আহা স্নিগ্ধ আলোখানি
আমার চোখের জল হারিয়ে ফেলেছি কতকাল
তুমি যাই হও, জারি হও সুধু ছুঁতে চাই দুটি হাত
তুমি তুমিই নক্ষত্র, নারী আমার ll 

Tuesday, January 10, 2012

Poetry 9 of Series 2

#
৯. 


নক্ষত্র হয়ত চায় -
ভালোবাসা দেবার বিনিময় - 
ভালোবাসা ভুলে যাওয়া প্রতিশ্রুতি
কাওকে না কাওকেতো কাঁদতেই হয়, 
স্বর্গীয় পরিহাস 
এত প্রেম আর কাউকে দিতে পারি না!
স্মৃতির কানা-কড়ি চোখের ঝরনা ll 

Monday, January 9, 2012

Poetry 8 of Series 2

#
৮.

বুকের ওপর নরম হাত - কী গরম!
আমাদের সকলেই জানে সেই কথা
মৃত্যুর আলিঙ্গনে ছায়া-ছায়া সঙ্গম যতটা জীবন্ত
নতুন ঠোঁটের স্পর্শ ও পুরনো রেকর্ডের গানও ততোটাই দামী
তাই মরতে থাকি বার-বার যখন বুকটা উস্কে দিয়ে চলে যাও
বা হঠাতই কোনদিন আকাশে উড়িয়ে দাও লিপস্টিক রঙের মেঘ
আমি এতদূর মরে গেছি -
বুকের ভিতর শুকনো পাতা আমার হৃথপিন্ড ll 

Sunday, January 8, 2012

Poetry 7 of Series 2

#

৭.


ওজনের দাঁড়িপাল্লায় কে আমাকে ঠকিয়েছে 
পরীক্ষার খাতার নম্বরে কে আমাকে ঠকিয়েছে
এসব ভেবে যে লাভ নেই সেটাও ঠকেই শিখেছি
জেনেছি কিশোর-কালের স্মৃতি ধীরে ধীরে উবে যাওয়া কর্পূর
কিন্তু, ভালবাসা বুকের গোপন ব্যাধি
রুমালের ভাঁজে যত্নে তুলে রাখা লিপস্টিক 
ঠোঁটের ভাজে ভাজে কাটতে থাকা ঘুন পোঁকা একটু একটু
ওহ! কী ভয়ানক সেই চুমু - শরীর তুষের মতো জ্বলে
আসল বাদে উপরির হাত ধরে ভাঙছি মিথ্যার চলচিত্র ll 

Monday, January 2, 2012

Poetry 6 of Series 2

#

৬. 


তবু যদি ভরসা দাও আমার দু'হাতের শ্রম, দু'চোখের আলো, দু'ঠোঁটের কথা 
আমার বুকে তিল-তিল করে গড়ে ওঠা যে নিখাদ ভালবাসা 
তোমাকেই উজার করে দিতে চেয়েছি বার বারে 
একটি মুহুর্তে যার উন্মেষ, একটি আকাঙ্ক্ষায় যার পূর্ণতা 
একটি জীবনকে ঘিরেই যা নিঃশেষ
তার দায়িত্ব কি তোমারও নয় ll 

Sunday, January 1, 2012

Poetry 5 of Series 2

#

৫.

সোজা হয়ে হাঁটতে ভুলে গিয়ে মাথা নুয়ে রাস্তায় চলো
আন্দাজে বুঝি এটাও তোমার নতুন ফ্যাসন
যদিও কেমন তা বুঝি না,
যেমন বুঝি না তোমার চুলের ফুল ও কাঁটা
চিবিয়ে খেলে যে মাছের মাথা
যদি গলায় ভোকে তারই কাঁটা
বাঙালি নারী নাকি লজ্জাবতী লতা
তবুও মনে হয় নারীর ধ্রুপদী লজ্জা নারীকেই  গ্রুমিং করে
নক্ষত্র, আমার হৃদয় জুড়ে তোমারি দয়ার পরাকাষ্ঠা
যা কিছু রয়েছে আমার সঙ্গতি তোমাকেই দিতে চাই
কিন্তু জানি অসম্ভব নক্ষত্র -
তোমার আরতি কি করে পূর্ণ হবে!
আরতিতে উষ্ণতা আসে খরচের অনুপাতে
আর আজকে আমি নিঃস্ব
ভুল করেছি আমি শুনে মরুভূমিতে জলপ্রপাতের শব্দ ll  

Friday, December 23, 2011

Poetry 4 of Series 2

#

৪.

গোলাপী রং ভালবাসতে বলে দুধে ফেলছি বিষ আলতা
এমনসময় হঠাত নিজেই হাতে তুলে নিলে বিষাক্ত তীর
শুন্য বুকে হাত রাখতে রাখতে দেখলাম
দূর থাকে সাপের খোলসের মতো তুমি
জন্ম-দিনের রাত্রিতে আড়াআড়ি ভাবে আছ সুয়ে
তোমার পাশে নতুন সাথী দখল নিয়ে আমার জমি 
বন্ধুর শত্রুতা পেয়ে শত্রুর বন্ধুত্ব চাওয়াটা হয়ত দস্তুর
সহমরণের তাপে জ্বলে যায় যত ছিল শরীরী সুখ ll 

Wednesday, December 21, 2011

Poetry 3 of Series 2

#

৩.

সেদিন সারাদিন স্নায়ুতে ছিল তোমাকে মাথায় করে রাখা
সোনাঝুরিতে নিসর্গ দ্যাখো, গীতাঞ্জলিতে সিনেমা দ্যাখো, দ্যাখো নাট্ট্যঘর
সামনে আসীন নক্ষত্র, দুটি হাত তার কি তুলতুলে গরম
পাশে বসে থেকে দেখেছি ভালোবাসার ঘুমন্ত মুখ
নরম কোলের ওপর সুন্দর ওই বুকের স্পন্দন ,
ছায়ায় জ্বলে উঠা চোখ আর চোখের স্থির দৃষ্টিতে জ্বলন্ত মুখ ll   

Monday, December 12, 2011

Poetry 2 of Series 2

 #
২. 


তুমি মৌন মৌচাক! আকৃষ্ট আমি মৌমাছি 
হঠাত বিকেলটা দেয়ালে পিঠ দিয়ে সার্কাসের বিজ্ঞাপনের মতো 
হওয়া এসে উড়িয়ে দিল ছোট্ট ছোট্ট চুল 
অসহায় গলায় বলি  - এ কি রকমের ইয়ার্কি ?
তুমি বললে - এই খেলাটা ফুরোলে আমাকে নতুন খেলা সেখাবে l 
তরুণ নই, বালক নই, ভালবাসাও জানি না -  
আমাকে তুমি শিখিয়েছিলে সর্বনাশা খেলা 
সুন্দরের নখের মধ্যে ছুরি, ধারালো দাঁত - 
লুকিয়েছিল, বুঝিনি আমি প্রেম না ভালোবাসা
জেনেছি শুধু উষনতার শীতল পরিণতি
শয্যাসুখে কেটেছিল দুপুর, তবুও কেন জানি না
বিষন্ন কিছু শব্দে, আজও কানে বাজে তোমার নুপুর ll