১০.
#
হয়ত কোনদিন তুমি দিগ্ভ্রস্ত-বিভ্রান্ত-অবসন্ন শরীরে
মাদ্ধির নেশায় মোহন বাঁশির সুরে মুগ্ধ চাঁদের জোত্স্নায়
আপাত সুন্দর কোনো কোনো বিশের খেলায় ডুবে যাবে
এইভাবে একদিন সব সুর থেমে গেলে শুনব প্রিয়তমার পদশব্দ
এইভাবে চোখের জল সব শুকিয়ে গেলে দেখব প্রিয়মুখ নক্ষত্র
দাবি আজও রয়ে গেছে কাছে এস কাছে, আরো কাছে
যা আমি হারিয়ে ফেলেছি তা বিস্ময় আর বিশ্বাসের কবিতা
দুঃসহ প্রেম যে রক্তে প্রবাহিত সম্মৃদ্ধি প্রধান নয়, বিশিষ্ট সৌন্দর্য
অর্জিত রূপ ও তার ভিন্নতার কাছে লুটিয়ে পড়েছি বারে বার
শরীর ও ভালোবাসা আজ এই দুঃস্বপ্নের ভিতর একাকার
বুঝতে পারি অন্ধকার কত তীব্র-মত্ত-মগ্ন
সেই এলোচুল, সেই নীরব চোখের পাতার হাহাকার, চুম্বন
নক্ষত্রের নীচে নত হয়ে বসি, আহা স্নিগ্ধ আলোখানি
আমার চোখের জল হারিয়ে ফেলেছি কতকাল
তুমি যাই হও, জারি হও সুধু ছুঁতে চাই দুটি হাত
তুমি তুমিই নক্ষত্র, নারী আমার ll