কিনারাগুলো ভাঙ্গে প্রান্ত থেকে দূরে
ভাঙ্গতে ভাঙ্গতে মিলিয়ে যায়
আনুপাতিক দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে কিছুটা সময়
সময়ের সাথে সাথে অনুপাতও বদলায়
কখনো বারে কখনো কমে
কিনারাগুলো ভাঙ্গে প্রান্ত থেকে দূরে
যে দেখছে ভাঙছে সে নিজেও ভাঙছে
ভাঙা ভাঙা ভাঙা
আধখাওয়া এক চাঁদও পূর্ণিমাতে জাগে
কে গড়ে, কেন গড়ে, আর গড়েই বা কোথায়!
শুধু আনুপাতিক পরিবর্তন ও তার অপরিবর্তিতা
কিনারাগুলো ভাঙ্গে প্রান্ত থেকে দূরে
আশ্চর্য এই ভাঙা পৌছতে পারে না মাঝখানে
দেশ ছাড়ার পূর্বে বৈরাগী সমুদ্র বা নদীতে দেখে ভাঙা ভাঙা দেশ
কিন্তু তবুও সে দেশ ছেড়ে যায়, যায় আর দেখে
কিনারাগুলো ভাঙ্গে প্রান্ত থেকে দূরে
ভাঙতে ভাঙতে পার একদিন নদী খেল খেত-খামার-গ্রাম
ভাঙতে ভাঙতে সাগরের পার সুএজের খালও এলো
তবুও ভাঙার অপরিসীম গতিময়তা আজও চিত্কার কোরে বলে
কিনারাগুলো ভাঙ্গে কিনারাগুলো ভাঙ্গে
কিনারাগুলো ভাঙ্গে প্রান্ত থেকে দূরে.
No comments:
Post a Comment