Wednesday, June 22, 2011

Poetry 6 of Series 1

#
৬.

কেন যে পাগল হলে
গিললে আবর্জনা রাশি রাশি
সুদিনের আলেয়া আলোয় 
মনেরই আপন ভুলে তুলে নিলে
ক্রুদ্ধ কুঠার সংস্কার বেবাকভূলে
কুঠারের মুখই ভোঁতা 
দূর ছাই তাতে তাতে কি হবে
সে ঠিকই পালিয়ে যাবে 
তোমার মুখে ছাই ছিটিয়ে 
খুঁজে পেতে নিজের মানুষ
করলে তো প্রচুর ভরং
ফকিরও মুখ বেকায় এখন তোমায় দেখে 
তুমি তবু মুচকি হাসো 
হেসে ভাবো লোক ঠকালে  
আজও খোজ মনের মানুষ 
তীর্থের নোংরা তলে..

No comments:

Post a Comment