Thursday, June 16, 2011

Poetry 1 of Series 1

#
১. 


শিশুর মায়ের মতো কখনো ঐতিহ্য বড়ই সচেতন 
সময়ের সাথে লড়তে লড়তেও মেলে ধরে নিজেকে
কখনো কখনো সে নিজেকে মেলে ধরার চেষ্টায় খন্ড-বিখন্ড
রুক্ষ বুকের উপর স্নিগ্ধ যুগলরতন
অর্ধনারীশ্বরের অপরিহার্য দুটি আত্মার মতো অপরিহার্য হয়েও রয়ে যায়
সুপ্রাচীন অতীতের রামায়ন-মহাভারতের স্মৃতি নিয়ে
অবতার পুরুষের বিখ্যাত ভক্তের দল অগৌরবে আজও বর্তমান 
বিশ্বাসী আনন্দ পায় অবিশ্বাসিও কষ্ট পায় না 
এইরকম খন্ডিত হৃদয়ে আরেক আত্মা আজও দাঁড়িয়ে আছে
উদয়ের পথে নিজেকে উজার করে দিয়ে রসিক জনের কাছে অপরিহার্য হয়ে..

No comments:

Post a Comment