Friday, June 17, 2011

Poetry 3 of Series 1


#
৩.

দূর দিগন্তের দিকে এই অবলোকন
সীমানা ছাড়ার হালকা অথচ ছন্দময় স্রোতে
এক অর্ধ সব্চ্চ্ব-চলমান-অবতল-সবুজ আয়না ক্রমে ভেসে যায়
ভেঙে যায় তার রহস্যহীন কাচ, নরম সাদা ফেনা 
পড়ে থাকে সুধু এক-আকাশ নীল
সেইখানে, গারো তলদেশে গোলাপী মুক্তর খোঁজে ডুবুরীর সলিল সমাধি
এরকমই ক্লান্ত করেছে শরীর, দ্রুত শ্বাস-প্রশ্বাসময় উত্থান-পতন
হেমন্তের মায়াবী বাগানের গল্প মনে হতে পারে
অতর্কিত ঝান্ঝাই যখন সামান্য হাঁসির কোণে সম্পূর্ণ প্রস্তুত মেঘ
দুরে-উড়ে-ঘুরে-ঘুরে এক টানে খুলে ফেলে স্নানের পোষাক
আক্রোশে ঝাঁপিয়ে পড়ে আর পায়ের নিচে সরিয়ে যায় বালি 
দু'চোখে ঘনিয়ে তোলে অতি-নীল-জল-আঁধার - 
গোলাপ শরীর ছেঁকে দু'ঠোঁটে লাগিয়ে রাখে ওয়াইন-কালার
মুহুর্তের বজ্রপাতে ঝলসে ওঠে সবুজ রহস্যহীন আয়না 
সন্ত্রাস তাড়িত মার্সেডিজই শুধু ছোটে উদ্ভ্রান্ত-আকাশ-রাস্তায়, একা.. 

No comments:

Post a Comment