Thursday, June 16, 2011

Poetry 2 of Series 1

#
২. 

শূন্যে উজ্জ্বল আত্মপ্রকাশ 
আবির্ভাবের সময় থেকে দেবতা বলে মানা
উপসাগরের তীরে সাত-সকালে তাকে না-পাওয়া আঁধার
তা যদিও কমে অস্থিরতা বাড়ে
সৈকতে চটুল হিন্দী গান আর মিলে-মিশে একাকার শাঁখের আওয়াজ
হঠাতই বেড়ে যাই নারী-পুরুষ অনুপাত
এক অদ্ভুত কবষ্নতা, সুখ-সুখ ভাব সকলের শরীর ও মনে
আনন্দপাঠশালা, শিশুদের মুখে চামচ, চামচে মার্বেল
মার্বেল তলা দেখার সৌভাগ্য সকলের হয় না 
-একথা সুখশিকারীদের বোঝার জন্য নয়.
নীলের শরীরে ছিঁটে-ফোঁটা রক্তের দাগ
'সুখ-সুখ'-রা আঁতকে উঠলো - গুপ্ত হত্যা সপ্তাহের জন্য কারফিউ
ছিন্ন-ভিন্ন শরীরে অনেকটা সরে হিন্দী সিনেমার হিরো উঠে দাঁড়িয়েছেন
ভক্ত - চেঁচিয়ে উঠলেন - 'পূর্ণ দেখা দিলা ভগবান! জয় ভগবান.'..

No comments:

Post a Comment