Sunday, June 12, 2011

Poetry 10

ডিম-লাইটের ওপরে দেখেছ?
কতদিন ধরে, হয়ত আবহমান কাল সে বসে আছে
লক্ষ করেছি তার প্রতিটি পেশির স্পন্দন
শুনেছি তার নিঃশব্দ পদচারণা আলোটির ওপর.
সরিয়ে দিতে গিয়া হাত-ই রক্তাক্ত হয়েছে শুধু
পোকাটা রয়েই গেছে.


কাজের যে মায়েটি রুমাল হাতে করে আসে
সেও কেন যেন ভুলে যায় সেই কবেথেকে
স্থির ভাবে এক কনে থাকা ডিম-লাইটটার কথা
সে কিন্তু ভোলে নি, স্থিতপ্রজ্ঞ মুনির মতই
সে প্রেতসমাধিতে লীন, জটা জালে বন্দী ডিম-লাইট
ক্ষীণ থাকে ক্ষীণ হয়েছে শুধু তার আলোটুকু
কিন্তু পোকাটা রয়েই গেছে.


সেই ক্ষীণ থেকে ক্ষীণ আলোতে 
লিখতে কষ্ট হলেও লেখাতো যেত
আজ অন্ধকারে নেই কাজ
হয়ত এই ভালো পোকাটিকে খোজা 
কাজে-অকাজে সময় কাটানোর চেয়ে. 
তার অস্তিত্ব অন্ধকারের নিশ্ছিদ্র মখমলে 
হাতড়াতে হাতড়াতে হাত-ই রক্তাক্ত হয়েছে শুধু 
পোকাটা রয়েই গেছে..

No comments:

Post a Comment