Thursday, June 9, 2011

Poetry 6

টিকটিকিরা আসলে ঘুলঘুলির বাসিন্দা.
দিনের বেলায় বেরোনোর সাহস তাদের নাই;
তবুও তারা যে আছে শব্দে বোঝা যায়.
শব্দই ব্রম্ভ আর তারা ব্রম্ভো জ্ঞানী.
ঠিক ঠিক সময়ে তারা টিকটিক করে বেজে ওঠে.
যেন আদি কালের ঘড়ি সময় না বুঝে অবুঝ শিশুর মতো কাঁদে.


টিকটিকিরা আসলে ঘুলঘুলির বাসিন্দা.
তোমার মাথার উপর পড়লে, রাজা থুড়ি মন্ত্রী হতেই পার.
তবে যেহেতু তারা দিনের বেলায় অন্ধকারে,
মাথায় চড়ে ডান বা বাম কোন দিকে গেল ভেব না.
আজকে ভাববার সময় নেই, চুপ-চাপ করো কাজ;
যেন না আমাদের দেশটা পৃথিবীতে নেই,
টিকটিকির মতো তৃতীয় বিশ্বের মাথায় চড়ার অপেক্ষায় আছে.


টিকটিকিরা আসলে ঘুলঘুলির বাসিন্দা. 
তাই ঘুলঘুলিটা পরিষ্কার কোর না,
কারণ সবাই জানে টিকটিকির শরীর ময় বিষ.
ঝাড়ু হাতে ঠাই দাঁড়িয়ে থাক ঘুলঘুলির নীচে. 
আশ্চর্য এই যে আমরা রাজা বা মন্ত্রী না হয়ে,
দিনেদিনে কেমন যেন টিকটিকি হয়ে যাচ্ছি.
আমরা তো টিকটিকি হতে চাইনি..

No comments:

Post a Comment