Monday, June 6, 2011

Poetry 5

রাস্তার কুকুরগুলো রং বদলাচ্ছে 
মেলানিসম-এটা কী মেলানিসম!
কেও আমাকে উত্তর দেয় না
আগে কত রং ছিল - সাদা, লাল, খয়েরী
যদিও অধিকাংশই ছিল মিশ্র রঙের
-উদ্যান বিদ্যার উপহারের মতো
বর্ণালী জানে না কালো রঙের কথা 
সাতটি রঙের বিসুধ্তা একসাথে নষ্ট হলে কালো বলে
আশ্চর্য আজ রাস্তার অধিকাংশ কুকুরের রং কালো
দিনের বেলায় তাদের দেখামেলে সামান্যই
যদি না কোনো অভাগা বা বেপারার কুকুর এসে পড়ে
রাত্রিতে তারা যথেষ্ট সক্রিয় - গন্ধে বোঝা যায় 
চুপচাপ থাকতে হয় কিছুটা সময়
গন্ধটা নাকে সয়ে গেলে দেখি
উচ্ছিষ্টের অপেক্ষায় অন্ধকারে কয়েক জোড়া চোখ.

No comments:

Post a Comment