Saturday, June 4, 2011

Poetry 4

আমার নিজের আয়নাতে আমি রোজ নিজের মুখ দেখি 
রোজ রোজই নিজের মুখটি কেমন যেন বদলে যায়
কোনো কোনো দিন এতই বদলে যায় যে ভয় পাই 
আজ আমি নিজেই নিজের বিবিধ মুখ দর্শনে
বুঝতে পারি না - আমি কাকে ভয় পাই 
নিজের মুখ না নিজের আয়নাকে

আমার যদি দশটা মুখই হবে
আয়না আমাকে দশানন দেখায় না কেন
আয়না বিশ্বাসঘাতকতা করতে পারে তা বিশ্বাস যোগ্যে নয় 
তবুও পিছন থেকে কেও বলে - লোকটা পাঁচফোরং
পাঁচ মুখে পাঁচ রকমের কথা বলে
তাহলে আয়না আমারি পক্ষে আমারি বিরোধিতা করে 

ভেঙে ফেলতেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে কাচ
তার সাত সহস্র টুকরোর এক একটা টুকরোতে দেখা যায়
এক এক রকমের বিকৃত মুখচ্ছবি 
তা দেখায় আমি হেঁসে উঠি এরকমও ভাবি
রাস্তার মানুষেরা আমাকে চিনতে পারে নি .

No comments:

Post a Comment