Sunday, June 12, 2011

Poetry 9

বৃষ্টি পড়ে
বৃষ্টি থেমে যায়
তৃস্নার্ত চাতক বোবা হলে কোকিলের গান সোনা যায়.

ঘুম পায়
ঘুম ছুটে যায়
বিনিদ্র রাত্রিতে স্বপ্ন ও ঘুম একাকার হয়ে যায়.

আলো জ্বলে 
আলো নিভে যায় 
অন্ধকারের ছায়ায় পৃথিবী মায়াময়, বোঝা যায়.

সে আসে
সে চলে যায় 
শুধু স্মৃতিটুকু সম্বল তৃষ্ণার্ত-বিনিদ্র-অন্ধকার..

No comments:

Post a Comment