Thursday, June 2, 2011

Poetry 2

নীল রঙের ট্রেনে কালো দিগন্তের দিকে 
যেতে যেতে কখনো কখনো সময় থমকে দাঁড়ালে
চেন্নাই প্লাটফর্মে দুরন্ত বালিকার রহস্যময় চোখ
ও ছওয়া ছুই-ই খেলা চোখে পড়ে
যা কখনো কখনো স্বর্গ রাজ্যের অধরা স্বপ্ন বলে মনে হয় 
গতিময় প্লেনের কিছু ছেঁড়া খোঁড়া মডেল
হাওয়াই মেলে দিলে পাখা 
সেই বালিকা হাততালি দেয়,
লাফায়, আনন্দে খিলখিলিয়ে হাসে 
সময়ের কাছে অসহায় পথিকের 
গড়ে তোলা কোনো নতুন ডানা মেলা স্বপ্ন
তার হাতে তুলে দিলে নীল থাকে গারো নীল
 হয় তার চোখ 
ছেঁড়া আর্ট পেপারের টুকরোয় লিখে দেয় 
আপনার যাত্রা হোক শুভো হোক

2 comments:

  1. Fabulous......want to see more dada

    ReplyDelete
  2. Good, but not excellent. Carry on.

    Debasish Bandopadhyay

    ReplyDelete