Wednesday, June 22, 2011

Poetry 7 of Series 1


#
৭.

আগুনটা উস্কাবার দরকার নেই
বেশ জ্বলছে
দূর শালা মরেও সবাইকে জ্বালাচ্ছে
শরীর ভর্তি জল
আরে না না মার লাঠির বাড়ি
কার্বন ঝরে যাবে
একসাথে প্রশান্ত মহাসাগরের
অগ্নেও মেখলা
একসাথে চোদ্দটা ভোজের
উননে আগুন
কয়েকজন ভিখারীমানুষ
গরম হল্কা 
সর্গদ্বারে এসে বসে থাকা 
গভীর অপেক্ষায়
ধর্মরাজার বহন সঙ্গ দেয়, খায়
আগুনের উচ্ছিষ্টাংশ 
কেবল একটি কিশোর নীল চোখে
সমুদ্রের জল 
কেবল একটি তরুণীর ফর্সা সিঁথিতে
সমুদ্রের ফেনা 
আগুনটা উস্কাবার দরকার নেই
বেশ জ্বলছে..

No comments:

Post a Comment