Thursday, June 9, 2011

Poetry 8

অসুখ - জেনো এক ঘুমছুট রাত 
কখনো বিধি ভেঙে শোনায় গান
রাস্তায় আরো স্পষ্ট হয় কুকুরের ডাক 
ঘুমন্ত পাহারাদার বা ভাঙা টিউবলাইট জান্তব সত্যি
মাঝে মাঝ্হে সুধুমুধু চমকে দিয়ে চলে যায় ট্রাক 
নাইট লাম্পের এল ও মাকড়সার জাল একাকার 
মাঝে আম্ঝে সবপ্নে সুধু ভাবি আধবন্ধ চোখে  
আসলে আমি এক অন্ধকার লোক
আসলে অসুখের চোখে ঝাপসা-ধুসর আলো দরকার 
পর্যাপ্ত জলেরও খুব প্রয়োজন আজ 
সকাল মানেই হারিয়ে যাওয়া - এক থেকে অসংখ্য ডাক্তার..

No comments:

Post a Comment